পেকুয়ায় আইনশৃংঙ্খলা ও সমন্বয় সভা

এ.এম.জুবাইদ, পেকুয়া:
পেকুয়ায় আইনশৃংঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মীর শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইদ্রিস বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন ফারজানা লাভলী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবুল কালাম মোল¬া, পেকুয়া থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি, উপজেলা প্রকল্প কর্মকর্তা সামশুল ইসলাম, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ,শীলখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোছাইন, টইটং ইউপির চেয়ারম্যান জেট এম মোসলেম উদ্দিন, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী উম্মে কুলছুম মিনু, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী।

সভায় সিদ্ধান্ত হয় পেকুয়ায় কোন রাজনৈতিকদল সভা সমাবেশ করতে চাইলে উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোন রাজনৈতিক দল কে সভা সমাবেশ করতে দেওয়া হবে না। ২৫ অক্টোবর কে নিয়ে কোন দলের নেতাকর্মীরা যাতে মানুষের জানমালের ক্ষতি করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকার জন্য ওসি কে নির্দেশ দেয়। 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইনশৃঙ্খলা, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন