parbattanews

পেকুয়ায় আগুনে ৩ বসতবাড়ি পুড়ে ছাই

কক্সবাজারের পেকুয়ায় আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মগনামা ইউনিয়নের শুদ্ধাখালী গ্রামের ছৈয়দ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঞ্জুর আহমদের বসতঘরে বৈদ্যুতের শর্টসার্কিট হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারপাশে ছড়িয়ে গিয়ে পাশের আজিম উদ্দিন ও রফিক আহমদের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আজিম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, স্বর্নালংকার পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে কোন মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে পেকুয়া ফায়ার স্টেশন অফিসার সালাহ উদ্দিন বলেন, বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনছেন ফলে আশপাশের অসংখ্য বসতবাড়ি আগুন থেকে রক্ষা পেয়েছেন।

এ বিষয়ে মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন মঞ্জুরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে মুহূর্তের মধ্যে ৩টি বসতবাড়ি পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এতে তাদের প্রায় ১৫ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

Exit mobile version