পেকুয়ায়  আ’লীগ নেতাদের বিরুদ্ধে নাশকতার মামলা

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে।

সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা মামলায় আসামি করার ঘটনা জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, বুধবার(৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা পাঁচটি জনবহুল স্থানে গুলিবর্ষণ ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি যাত্রীবাহী গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে স্থানীয় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এ ঘটনায় থানার উপ পরিদর্শক (এসআই) শিমুল নাথ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ১১৫ আসামির বিরুদ্ধে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এতে বিএনপি জামায়েত নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অনভিপ্রেত।

মামলায় আসামি হওয়া সরকার দলীয় নেতাকর্মীরা হলেন, পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য নুরুল আজিম, পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য জাহাঙ্গীর, পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য মোরশেদ, পেকুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আসিফ সাজ্জাত, ৯নং ওয়ার্ড যুবলীগের সদস্য নজরুল প্রকাশ ভূট্টু, ৫নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি আব্বাস, ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সহসভাপতি হেলাল উদ্দিন, ট্রাক, মিনিট্রাক ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদদের সহসভাপতি ও পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য মো. ফোরকান, মগনামা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবু ছালেক, পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য মো. বেলাল, মগনামা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম, শিলখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবদুল মালেক।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার বলেন, জামায়েত বিএনপির সরকারবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে পেকুয়ায় স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সদা সোচ্চার। আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে স্থানীয় প্রশাসনকে সবসময় সব ধরনের সহযোগিতা করে থাকি। তাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদের নির্বাচনী এলাকা ও বিএনপির আঁতুড়ঘর হিসেবে পরিচিত পেকুয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বদা শান্ত। কিন্তু পেকুয়ার ‘প্রশাসনের বন্ধু’ খ্যাত আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর ঘটনায় আমরা চরমভাবে ব্যথিত।

পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের ভিতর ঘাপটি মেরে থাকা মীর জাফরদের ইন্ধনে দলের ত্যাগী নেতাকর্মীদের এ মামলায় আসামি করা হয়েছে। আমি আশা করবো স্থানীয় প্রশাসন যাচাই বাছাই করে আওয়ামী লীগ নেতাকর্মীদের উক্ত মামলা থেকে অব্যাহতি দিবেন।

তিনি আরও বলেন, মিথ্যা অভিযোগে এ মামলার মাধ্যমে যেন কোনো নেতাকর্মীদের হয়রানি করা না হয় সে ব্যাপারে নজর দেয়ার জন্য জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কাছে আমার অনুরোধ রইলো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন