parbattanews

পেকুয়ায় ইভটিজারকে এক বছরের কারাদণ্ড

কারাদণ্ড

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং এর দায়ে মিজানুর রহমান (১৯)নামে এক ইভটিজারকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।সে কুদাইল্যাদিয়া এলাকার নেজামউদ্দিনের পুত্র।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মারুফুর রশিদ খাঁন এ কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়, গত ১৩ এপ্রিল মগনামা উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী মগনামা ইউনিয়নের কুদাইল্যাদিয়া এলাকার আব্দু সালামের স্কুল পড়ুয়া মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার মৃত: নুর মোহাম্মদের পুত্র সরবত আলী, ছৈয়দ আলমের পুত্র ইউনুছ, মিয়া, নেজামউদ্দিনের পুত্র মিজানুর রহমান গতিরোধ করে ওই স্কুল ছাত্রীকে ঝাপড়ে ধরে শারীরিক নির্যাতন চালায়। এসময় লোকজন এগিয়ে আসলে নির্যাতনকারীরা পালিয়ে যায়। ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে অভিযুক্ত ইভটিজারদের বিরুদ্ধে ওই দিনেই পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নিতে পেকুয়া থানার ওসি আবদুর রকিবকে নির্দেশ দেন।

পেকুয়া থানা পুলিশ অভিযোগ পেয়ে অভিযোগের ভিত্তিতে গত ১৫ এপ্রিল রাত ৮.৩০ টায় পেকুয়া থানার এ এস আই ইকবাল পারভেজের নেতৃত্বে সঙ্গী ফোর্স অভিযান চালিয়ে কার্জী মার্কেট এলাকা থেকে মিজানুর রহমান (১৯) কে আটক করে।

বৃহস্পতিবার পেকুয়া থানা পুলিশ উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মারুফুর রশিদ খাঁন ভ্রাম্যমান আদালতে এক বছরের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

Exit mobile version