parbattanews

পেকুয়ায় এক অসহায়ের বসতভিটা জবর দখল চেষ্টায় প্রভাবশালীমহল

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় প্রভাবশালী ভূমি দস্যেুর বিরুদ্ধে অসহায় পরিবারের বসতভিটা জবর দখল চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভুগী পরিবার পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার বারবাকিয়া ইউনিয়নে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বাজারপাড়া এলাকার দ্বীন মোহাম্মদের পুত্র অসহায় মাহমুদুল করিম গত ২০১৫ সালের ২৫ফেব্রুয়ারী বারবাকিয়া মৌজার বিএস ৩৯৯খতিয়ানের বিএস ৯৬৯২দাগাদির আন্দরে ৬৭৪নং রেজিষ্ট্রি কবলা মূলে ০২.৬৮শতক বসতভিটা সমতে স্বত্বের জায়গা খরিদ করেন। সে সময় থেকে তিনি ওই স্বত্বে স্থিত বসতভিটা ভোগদখলে আছেন।

সম্প্রতি একই এলাকার প্রভাবশালী ভূমিদস্যু সাহেদুল হকের স্ত্রী ছারা বেগম, মৃত নুরুল ইসলামের পুত্র জামায়াত নেতা পল্লী ডা. মৌলভী নুর মোহাম্মদ, তার ভাই সাহাব উদ্দিন, হারুনুর রশিদ, রশিদ আহমদ ও মাহামুদুর রশিদ এবং পাশর্বর্তী ভারুয়াখালী গ্রামের মো. মুছার পুত্র ছরোয়ার উদ্দিন গং বিরোধীয় স্বত্বে তাদের মালিকানা বিদ্যমানের ধুয়া তুলে অসহায় মাহামুদুল করিমের খরিদা স্বত্ব জবর দখলের পাঁয়তারা করছেন।

এনিয়ে নানাভাবে হয়রানি ও জবর দখল চেষ্টার পাশাপাশি অভিযুক্তদের নেতৃত্বে অস্ত্রধারী ভাড়াটিয়া সংঘবদ্ধ সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অসহায় মাহমুদুল করিমের পরিবারকে উচ্ছেদসহ ভুক্তভুগী পরিবারের প্রাণনাশ চেষ্টা অব্যাহত রাখেন।

এঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভুগী মাহমুদুল করিম গত ১২মার্চ পেকুয়া থানায় জড়িতদের নামোল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে থানার এক অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।

Exit mobile version