পেকুয়ায় এক প্রভাবশালীর বিরুদ্ধে কৃষককে অমানবিক নির্যাতন করে স্বীকারোক্তির নেয়ার অভিযোগ

এম.জুবাইদ.পেকুয়া:
পেকুয়ায় এক কৃষককে ধরে নিয়ে ব্যাপক মারধর ও অমানবিক নির্যাতন করে স্বপরিবারে হত্যার হুমকি দিয়ে ফিল্মি স্টাইলে জোর পূর্বক স্বীকারোক্তি নেয়ার গুরুতর অভিযোগ এনে সংবাদা সম্মেলন করেছে। জানাযায়, ১০ সেপ্টম্বর দিবাগত রাতে পেকুয়া সদরের ছৈরভাঙ্গা এলাকায় অজ্ঞাত দূর্বৃত্তের আঘাতে আমির হোছাইনের ছেলে ওসমান গুরুতর আহত হয়। পেকুয়া প্রেসক্লাবের হলরুমে ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ৯টায় পেকুয়া সদর ইউনিয়নের সাবেকগুল্দী ঠেকপাড়ার আবদুর রহমানের ছেলে কৃষক করিমদাদ অভিযোগ করে বলেন, চৈরভাঙ্গার মৃত মাও. আমিরুজ্জমানের ছেলে শাহ আলম প্রকাশ মুছ শাহ আলম সরকারী ঘোনা এলাকার মেম্বার বদিউল আলমের ছেলে আরিফের মাধ্যমে তার সাথে দেখা করতে খবর দিলে তিনি সরল বিশ্বাসে ১২ সেপ্টম্বর শাহ আলমের বাড়ীতে গেলে শাহ আলম  ও তার সাথে থাকা শাহাবউদ্দিন,শফিউল কাদের সহ ১০/১৫ জন একটি কক্ষে আটকিয়ে ব্যাপক মারধর করে ও হত্যা করে লাশ গোম করে ফেলার ভয়দেখিয়ে আহত ওসমানকে চৈত ভাঙ্গা এলাকার মৃত মো. জলিলের পুত্র বশির, শামশুর পুত্র আজমগীর, কালুর পুত্র রিদুয়ান, আহমদ শরীফের পুত্র জব্বর, মুহাম্মদ শরীফের পুত্র গোলাম রহমান, করম আলীর পুত্র জিয়াবুল, নুরুল কবিরের পুত্র জসিম সহ ১০/১৫ জন লোক দা কিরিচ দিয়ে একই এলাকার আমির হোছাইনের পুত্র ওসমানকে তার সামনে আঘাত করেছে বলে জোরপুর্বক স্বীকারোক্তি নেয়। এবং রাতে ওসমান তার ফসলি জমির সারের পানি ছেড়ে দিয়েছে বলে খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায় বলে বলতে বাধ্য করে। এবং সে মতে তা সাংবাদিক ও পুলিশের সামনে বলতে হবে না হলে তাকে প্রাণে মেরে লাশ গোম করে ফেলার হুমকি দেয়। পরের দিন ১৩ সেপ্টম্বর আমার বরাত দিয়ে স্থানীয় একটি পত্রিকায় সংবাদ দেখে আমি বিস্মিত হয়।

মূলত মূছ শাহ আলমের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণের ভয়ে এসব কথা বলেছি। আমি এযাতীয় কোন প্রকার ঘটনা দেখিনি আমাকেও কেউ ওই এলাকায় খবর দিয়ে নেয়নি আমি এর কিছুই জানিনা। মুছ শাহ আলম ও তার গ্রুপের লোকজনের নির্যাতনে আমি আঘাত প্রাপ্ত তার বিরুদ্ধে আদালতে মামলা করব। মুছ শাহ আলম বর্তমানে এব্যাপারে মুখ না খুলতে ও তার কথা মতো চলতে নির্দেশ দিচ্ছে অন্যতায় প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মুছ শাহ আলম আমাকে আবারো ধরে নিয়ে গিয়ে নির্যাতন করতে পারে বা আমাকে হত্যা করতে পারে আমি আজ চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন