parbattanews

পেকুয়ায় এমপিএল অলিম্পিক গোল্ডকাপ ফুটবল ফাইনালে রাজাখালী ২-১ গোলে বিজয়ী

 

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা প্রিমিয়ার লিগের (এমপিএল) উদ্যোগে আয়োজিত অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন অর্জন করে রাজাখালী ভাই ভাই করিম স্পোর্টিং ক্লাব। গত সোমবার রাত আটটায় পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় রাজাখালী ভাই ভাই করিম স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় চট্টগ্রামের ইয়াং স্টার ক্লাব। নির্ধারিত ৫০ মিনিটে ২-১ গোলে পরাজিত হয় চট্টগ্রাম ইয়াং স্টার ক্লাব।

খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন রাজাখালী ভাই ভাই করিম স্পোর্টিং ক্লাবের মো. এনাম, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন মো. মিজান ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন মো. বাদশা।

খেলায় এমপিএলের চেয়ারম্যান চট্টগ্রামস্থ পেকুয়া উপজেলা ছাত্র যুব কল্যাণ পরিষদের সভাপতি সোহেল আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী ইলিয়াস এমপি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা উল হুসনা, মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এম. দিারুল করিম, সাংবাদিক এসএম হানিফ, বিশিষ্ট সমাজসেবক সাখাওয়াত সিকদার প্রমুখ।

খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন রাজাখালীর এনাম, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট মিজান, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন বাদশা, সুশৃঙ্খল দল কুতুবদিয়া, সেরা টিম ম্যানেজার নির্বাচিত হন এইচ এম সওকত। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খেলা কমিটির নয়ন, তৌহিদ, নানক, সানাউল্লাহ, বেলাল, ফয়সাল, ইমাম, আনছার, ছাদেক, সানি, টিপু, এস্তাফিজ, মান্নান, মোবারক, তাহের, জুশেক, হানিফ, জাহেদুল, নেজাম উদ্দিন, আলী, আবু সায়েদ, কাইছার, মন্নান, রিফাত, হাছান, মালেক, রিয়াজ লোকমান প্রমুখ।

এসময় বক্তরা বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে কাজে লাগানো যায়। খেলাধূলার মাধ্যমে সমাজের অনাচার রোধ হয়।

Exit mobile version