parbattanews

পেকুয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ায় আকরাম বাপ্পি নামের এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুহনী এলাকা থেকে পেকুয়া থানার এসআই নাদির শাহ’র নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আকরাম বাপ্পি (২৫) পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামার আবদুল হামিদ সিকদার পাড়া এলাকার আজিজুল হকের ছেলে।

পুলিশ জানায়, ধৃত আকরাম বাপ্পি একটি সি.আর মামলার পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন এ আসামি পলাতক ছিলো।

মামলার এজহারসূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ জুন পেকুয়া সদরের ইউপি সদস্য ইসমাইলের ছেলে রাকিব উদ্দিন অতর্কিত হামলার শিকার হয়। হামলার নেতৃত্বে ছিলো আকরাম বাপ্পি। এ ঘটনায় রাকিবের পিতা বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি. আর মামলা করেন। আদালত এ মামলায় বাপ্পির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী এলাকায় এসআই নাদির শাহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আকরাম বাপ্পিকে গ্রেফতার করে পুলিশ। এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Exit mobile version