parbattanews

পেকুয়ায় কারিতাসের দিনব্যাপী শিক্ষক কর্মশালা সম্পন্ন

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় কারিতাস আলোঘর প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও দ্বিমাসিক নেটওয়ার্ক পার্টনার সভা শনিবার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কারিতাস আলোঘর প্রকল্পের চট্রগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এমপ্রোস গোমেজ।

ইউরোপিয়ান ইউনিয়ন ও কারিতাস ফ্রান্সের অর্থায়নে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরী। কারিতাস আলোঘর প্রকল্পের এরিয়া সমন্বয়কারী রাজু কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একলাবের ম্যানেজার জাহিদুল আলম, ইপসা কো-অর্ডিনেটর মোহাম্মদ ওমর ফারুক, কারিতাসের ইউনিট অফিসার প্রদীপ চক্রবর্তী, কারিতাস ক্লেভের মাঠ কর্মকর্তা রিয়াজ উদ্দিন তালুকদার, পিএইচডি এর ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ তাওহিদুল ইসলাম,ব্র্যাকের বিইপি পিও আসমাউল হুসনা, পেকুয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে সবাইকে মিলে নেটওয়ার্ক সৃষ্টি করতে হবে। কাজগুলি সুচারুভাবে সম্পন্ন করার জন্য নেটওয়ার্ক দরকার। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনের ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের সতর্ক থাকতে হবে।

Exit mobile version