parbattanews

পেকুয়ায় কুপিয়ে এক কৃষকের আঙ্গুল বিচ্ছিন্ন

কক্সবাজারের পেকুয়ায় হেলাল উদ্দিন (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করা হয়েছে। সে উপজেলার টইটং ইউনিয়নের দুর্গম মধুখালী এলাকার মৃত মনজুর আলমের পুত্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

২৪ জুলাই (শনিবার) সকাল সাড়ে ৯ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার মৃত মনজুর আলমের পুত্র হেলাল উদ্দিন ও একই এলাকার বজল আহমদের পুত্র ছরওয়ারের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই সময়ে হেলাল উদ্দিন নিজস্ব জমিতে চাষের কাজ করার সময় ছরওয়ার বাধা প্রদান করে। এক পর্যায়ে হেলাল উদ্দিন ও ছরওয়ারের সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় ছরওয়ার ধারালো দা দিয়ে হেলাল উদ্দিনকে কুপিয়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে।

আহত হেলাল উদ্দিনের ভাই নুরুল আবছার জানান, হেলাল উদ্দিন নিজস্ব জমিতে কাজ করছিলেন। এ সময় ছরওয়ার এসে ধারালো দা দিয়ে কোপ মারলে হেলাল উদ্দিনের ডান হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় শাহ আলম ও রহিম জানান, ওই ছরওয়ার কোন কথাই শুনতে চাই না। সে একজন সন্ত্রাসী প্রকৃতির লোক।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version