parbattanews

পেকুয়ায় ক্রেতাকে ইয়াবা দিতে এসে পুলিশের জালে বন্দি বিক্রেতা

ক্রেতাকে ইয়াবা দিতে এসে বিক্রেতা নিজেই পুলিশের জালে বন্দি হলো ইউনুস(২৩) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের পেকুয়ায়।

শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি নুইন্যা-মুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াবা নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন এ যুবক। এসময় পেকুয়া থানার এসআই নাজমুল হকের নেতৃত্ব নিয়মিত চেকপোস্টকালে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে। সে রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার আলতাজ মিয়ার ছেলে।

উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, পুলিশের কাছে খবর আসে নুইন্যা-মুইন্যা ব্রিজ পয়েন্ট ইয়াবার হাতবদল হবে। আটক ইউনুস ইয়াবা নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল সেখানে। এসময় পূর্ব থেকে অবস্থান করা পুলিশ তাকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version