parbattanews

পেকুয়ায় গানের আসরে তাণ্ডব

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ার শিলখালীতে একটি গানের আসরে তাণ্ডব চালিয়েছে সংঘবদ্ধ দুুর্বৃত্তরা। একই স্থানে পাল্টাপাল্টি গানের আসরকে কেন্দ্র করে তাণ্ডবসহ ভাংচুর হয়েছে। দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে, গত ১৭ অক্টোবর শুক্রবার রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবণিয়া বাজারে। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় পর্যায়ে প্রচেষ্টা চলছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওইদিন রাতে স্থানীয় প্রবাস ফেরত সিরাজ, রেজাউল করিম প্রকাশ চৌধুরী গং ওই ষ্টেশনে গানের আসর বসান। অন্যদিকে একই এলাকায় স্থানীয়রা ষ্টেশন সংলগ্ন আখতার আহমদের পুত্র নুরুল আলম সওদাগরের চায়ের দোকানের সামনে জারুলবণিয়ার যূব সমাজের ব্যানারে পৃথক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে।

এতে ক্ষিপ্ত হয়ে সিরাজ, রেজাউল ও শফি আলম গং ওইদিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে লাঠিসোঠা নিয়ে নুরুল আলম সওদাগরের চায়ের দোকানে অতর্কিত হামলা চালায়।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিপক্ষের হামলায় নুরুল আলম সওদাগরের চায়ের দোকানদারের প্রায় ২০হাজার টাকারও অধিক ক্ষতি হয়েছে। শিলখালী ইউপি’র ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ জাফর আহমদ ও বাদশা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version