parbattanews

পেকুয়ায় গৃহ নির্মাণ খাতে কারিতাসের ১৬ লাখ টাকা বিতরণ

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় গৃহ নির্মাণ খাতে এনজিও সংস্থা কারিতাস প্রায় ১৬লাখ ২০হাজার টাকা দরিদ্রদের মাঝে বিতরণ করেছেন। সোমবার উপজেলার উজানটিয়া ইউনিয়নে এ অর্থ বিতরণ করা হয়।

সকালে উজানটিয়া ইউপি কার্যালয়ে কারিতাস বন্যাদূর্গত গৃহহীন ৭৬ পরিবারকে নগদ অর্থ প্রদান করে। প্রত্যেক উপকারভোগিকে ২১হাজার ৩শত ১০টাকা করে মোট ১৬লাখ ১৯হাজার ৫৬০টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উজানটিয়া ইউপির চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।

এ সময় উপস্থিত ছিলেন কারিতাস প্রতিনিধি ড্যানিল শিপু গোমেজ, মহিউদ্দিন, কারিতাস পেকুয়ার ম্যানেজার প্রদীপ চক্রবতী, ইউপি সদস্য নাছির উদ্দিন, সমাজসেবক শাহাব উদ্দিন, কারিতাস উজানটিয়ার মাঠকর্মী মো. সাইফুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস উজানটিয়ার মাঠ কর্মকর্তা দেলোয়ার হোসেন।

জানাগেছে, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পক্ষে গত বছরের বন্যায় উজানটিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে গৃহ নির্মাণ খাতে বরাদ্দ প্রদান করেন। জরুরী ত্রাণ ও পূর্নবাসন কর্মসূচীর আওতায় দ্বিতীয় ধাপে উপকারভোগিদের মাঝে এসব নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

Exit mobile version