পেকুয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

fec-image

ফুটবলখেলা শেষে সহপাঠীদের নিয়ে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহি বিন করিম (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। এ নিয়ে পরিবারে শোকের মাতম চলছে। তাহার অকস্মাৎ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মাহি পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের ৮ম শ্রেনরি ছাত্র ও রাজাখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার সৌদি প্রবাসি মাহমুদুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা আজম বলেন, মাহিসহ ৮ থেকে ১০ জন শিক্ষার্থী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানা মাহি পানিতে ডুবে যায়। পরে সালাহ উদ্দিন নামের এক ফুটবল খেলোয়াড তাকে উদ্ধার করে। আমরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো বলেন, মাহি পানিতে ডুবে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজনকে অবগত করি। ঘটনাস্থলে আসলেও তাদের ডুবুরির কোন টিম নেই বলে জানায় তারা। তাদের অবহেলার কারণে মাহির করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন।

তবে ছাত্রদের অভিযোগ, দমকল বাহিনীর লোকজন পুকুর পাড়ে গিয়েও তারা ডুবুরি নেই অজুহাত দেখিয়ে পুকুরে নামতে অস্বীকৃতি জানান। পরে সালাহ উদ্দিন নামে একজন ফুটবলার পুকুরে নেমে মাহির লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জহির উদ্দিন বলেন, ছাত্র মারা যাওয়ার বিষয়টি আমি জানি না।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সভাপতি পূর্বিতা চাকমা জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর ছাত্ররা উপজেলা পরিষদের মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে আটজন ছাত্র পরিষদের পুকুরে গোসল করতে নামে। সবাই উঠে আসলেও মাহিকে দেখতে না পেয়ে সন্দেহ হয় বন্ধুদের। এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমি মর্মাহত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন