parbattanews

পেকুয়ায় জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরণগত পরিবর্তন প্রকল্পের স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা:

কক্সবাজারের পেকুয়ায় জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরণগত পরিবর্তন প্রকল্পের স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত ১৯ আগষ্ট দুপুর ২ টায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ব্র্যাক ও ইউনিসেফের যৌথ উদ্যোগে স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত কুইজ প্রতিযোগিতায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম, ৯ম, দশম শ্রেণীর ছাত্রীরা অংশগ্রহণ করে।

কুইজ প্রতিযোগিতায় প্রথমস্থান লাভ করে দশম শ্রেণীর ছাত্রী দিলুয়ারা, ২য় স্থান লাভ করে ৮ম শ্রেণীর ছাত্রী জুলেখা, ৩য় স্থান লাভ করে ৮ম শ্রেণীর ছাত্রী বিলকিছ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল কাদের। এসময় উপস্থিত ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের নিবার্হী সদস্য ও দৈনিক যায়যায়দিনের পেকুয়া উপজেলা প্রতিনিধি এম.জুবাইদ, মাষ্ঠার শফিউল আলম, মাষ্ঠার নাজেম উদ্দিন, ব্র্যাকের যোগাযোগ কর্মী এম.কফিল উদ্দিন, ইয়াছমিন আক্তার প্রমুখ।

Exit mobile version