parbattanews

পেকুয়ায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলা সহ আহত ৫

 
নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় জমি দখল নিয়ে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ৫ জন গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত ১ জুন সকাল ৯ টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকার মৃত: আছহাব মিয়ার পুত্র নওশা মিয়া গং এর সাথে একই এলাকার মৃত: মোস্তাফিজের পুত্র জামাল হোসেনের মধ্যে জমি দখল বেদখল নিয়ে সংঘর্ষ হয়।

স্থানীয়সূত্রে জানা গেছে ১২ বছর আগে ওই এলাকার মৃত: মোস্তাফিজের পুত্র জামাল হোসেন একই এলাকার নওশা মিয়াকে ১২ শতক জমি বিক্রয় করে দখল বুঝিয়ে দেয়। দীর্ঘ দিন ভোগ দখল করার পরও ঘটনার দিন জামাল হোসেন গং অর্তিকিত অবস্থায় ১০/১২ জন লোক দা কিরিচ নিয়ে এসে জোরপূর্বক নওশা মিয়ার ভোগ দখলীয় জমির মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় নওশা মিয়ার লোকজন বাধা দিলে সন্ত্রাসীরা নওশা মিয়া গং কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এসময় গুরুত্বর আহত হয় মৃত: আশরাফ আলীর পুত্র নজু মিয়া (৫০), মোহাম্মদ (৫৫), মৃত: আছহাব মিয়ার পুত্র বৃদ্ধা নওশা মিয়া(৭০), মৃত: মোজাহেরের পুত্র মোকতার (৫৫), নওশা মিয়ার স্ত্রী ছারা বেগম (৫০)। আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আহতদের কে চমেকে প্রেরণ করে। এ ব্যাপারে আহতদের পক্ষে বাদশা মিয়া বাদী হয়ে মামলা করবে বলে জানায়। সে আরো জানায় এ জমির বিরোধ নিয়ে স্থানীয় মেম্বার সাই্ফুল উল্লাহর কাছে বিচারাধীন রয়েছে। তারা বিচারাধীন থাকা অবস্থায় জোরপূর্বক দখল করার চেষ্টা করছে।   

Exit mobile version