parbattanews

পেকুয়ায় জমি বিরোধ নিয়ে সংঘর্ষ; আহত-৩

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের দরদীঘোনায় জমি বিরোধের জের ধরে একই পরিবারের ৩জন আহত হয়েছেন। বুধবার(২৯ নভেম্বর) সকাল সাড়ে আটটায় দরদীঘোনায় হামলার ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, দরদীঘোনা এলাকার নজির আহমদের দুই মেয়ে রাহেলা বেগম (৩৫), রহিমা বেগম (৩২) ছেলে আবু ছৈয়দ (২৭)। আহতদের পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নজির আহমদ জানিয়েছেন, স্থানীয়ভাবে বিচারাধীন লবণ মাঠের জমি জবর দখলের চেষ্টা চালায় একই এলাকা ফজল করিম, জিল্লুল করিম, ইউনুস, তৈয়ব ও ইদ্রিসসহ আরো কয়েক ব্যক্তি। আমার দুই মেয়ে জমি জবর দখলের কারণ জানতে চাইলে তাদেরকে কুপিয়ে আহত করে। ছেলে আবু ছৈয়দ তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করে গুরুতর আহত করে।

পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, হামলার ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version