parbattanews

পেকুয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

pic pekua 04-02-2016 (1)---

পেকুয়া প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পেকুয়া উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রসাশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহষ্পতিবার সকাল ১০টায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের শত:ষ্পূর্ত অংশ গ্রহণে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে উপজেলা হলরুমে “প্রাথমিক শিক্ষায় আমাদের করনীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপাস্থত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মরুফুর রশিদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মুরাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এড. কামাল হোছাইন, পেকুয়া উপজেলা শিক্ষা কমিটির বিদ্যুৎসাহী সদস্য উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম. দিদারুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ চৌধুরী, সাবেক গুলদী সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মজিবুল হক, ছালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুল আলম প্রমূখ।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে এই শিক্ষা সপ্তাহ দিবস যথাযথভাবে পালিত হয়। এদিকে এই দিনটিকে সামনে গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়–য়া শিক্ষার্থীদের অংশ গ্রহণের মধ্য দিয়ে “মান সম্মত শিক্ষা-জাতীর প্রতিজ্ঞা” স্লোগানে একটি র‌্যালি বের করে বিদ্যালয়ের পার্শবর্তী এলাকা সমূহে প্রদক্ষিণ করে।

Exit mobile version