parbattanews

পেকুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) উপজেলা চত্বরে উপজেলা শিক্ষা অধিদফতরের উদ্যোগে শিক্ষা সপ্তাহ পালিত হয়।

এই দিন সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহের সভাপতিত্বে ও মাস্টার হানিফ চৌধুরীর পরিচালনায় উপজেলায় ১২টি নতুন প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা ওএ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রির্সোট সেন্টার কর্মকর্তা সানজিদা আক্তার পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকতুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ, আখতারুজ্জামান চৌং, আজম খাঁন চৌং, শিলখালী ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।

এদিকে মেলার স্টল ঘুরে দেখা যায়, মেলায় ৭টি স্টল থাকলেও একটি কি দুইটি স্টলে শিক্ষা উপকরণ এবং নানা ধরণের চিত্র প্রদর্শন করছে। আবার অন্য স্টল গুলোতে শিক্ষার্থীরা দেখার মত বা প্রদর্শন করার মত কোন উপকরণ আনেনি। শুধুমাত্র স্কুলের নাম ব্যবহার করে স্টল দিয়েছে।

Exit mobile version