parbattanews

পেকুয়ায় টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেলো শিক্ষার্থীর

কক্সবাজারের পেকুয়ায় বান্ধুবীকে নিয়ে ছাঁদে টিকটক করতে গিয়ে বৈদ্যুতিক মেইন লাইনে বিদ্যুৎস্পর্শে আহত হয়ে দীর্ঘ ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানে সাইমা জান্নাত নামের এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সে রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকার আলী হায়দারের মেয়ে ও রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকার সুবাধে ১ জুলাই সকালে এক বান্ধবীকে সাথে নিয়ে পাশের একটি ছাদে টিকটক করতে যায় মেধাবী শিক্ষার্থী সাইমা জান্নাত। ওই ছাদের উপর দিয়ে চলে যায় বৈদ্যুতিক মেইন লাইনের সংযোগ তার। তারের পাশে হাত নাড়াতে গিয়ে অসর্তকতার কারণে মেইন লাইনের বিদ্যুৎ স্পর্শ করে সাইমাকে।

খবর লোকজন গিয়ে উদ্ধার করে তাকে পেকুয়ার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে চমেকে প্রেরণ করে। সেখানে ৬ দিন চিকিৎসা শেষে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল।

Exit mobile version