parbattanews

পেকুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক

কক্সবাজারের পেকুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) দিবাগত ভোর রাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া সদর ইউনিয়নের পুরাতন বাগগুজারা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে ১টি কাঠের বাটযুক্ত দেশীয় এলজি, ১টি কাঠের বাট যুক্ত লম্বা লোহার চুরি, ১টি লোহার তৈরী গ্রিল কাটার, ১টি লোহার তৈরী শাবল, ১টি লোহার হাতল যুক্ত দা উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

আটকরা হলেন, চকরিয়া উপজেলার কোনাখালী ৪নং ওয়ার্ড লতাবনিয়া পাড়ার মৃত সৈয়দ আকবরের মোহাম্মদ আবুল কাশেম (৪৭), একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিন কোনাখালী আব্দুল হাকিম পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. আইয়ুব আলী(৩৭), কাকারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বারআউলিয়া নগর মৌলভীঘোনা এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে মো. ইউনুছ(৩৮), চট্টগ্রাম জেলার লোহাগাড়ার চুনতি ইউপির ৫ ওয়ার্ড কাঠুলিয়া পাড়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মো. আবু সুফিয়ান প্রকাশ বাবুল (২৬)। এছাড়াও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরো ৩-৪ জন সদস্য পালিয়ে যায়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, আটক ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে ।

Exit mobile version