parbattanews

পেকুয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রকে কোপাল চাচা

কক্সবাজারের পেকুয়ায় শেফায়েত হোছাইন (১২) নামের এক মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণির ছাত্রকে কুপিয়ে জখম করেছে আপন চাচা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শেফায়েত উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদী টেকপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তিনি উত্তর মেহেরনামা এবতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্র বলে জানা গেছে।

বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় রোববান, কাওসার জান্নাত, জান্নাতুল ফেরদৌস, আজিজুর রহমান জানায় টেকপাড়া গ্রামের মৃত. আলতাফ হোসেনের ছেলে জিয়াউর রহমান ও তার ছোট ভাই কামাল হোসেন প্রকাশ পানি কামালের মধ্যে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ রয়েছে।

ওইদিন দুপুরে কামাল হোসেনসহ কয়েকজন ভাড়াটে লোক জিয়াউর রহমানের বসতভিটায় হানা দেয়। এ সময় তারা বিভিন্ন প্রজাতির ২০টির ও বেশি বৃক্ষ কেটে সাবাড় করে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া দেয়।

এদিকে বিকেলে জিয়াউর রহমানের ছেলে শিক্ষার্থী শেফায়েত বারবাকিয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় কামাল হোসেন সড়কে তাকে ধারালো কিরিচ দিয়ে মাথায় জখম করে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত চিকিৎসক তসলিমা অক্তার জানায়, শিশুটির মাথায় কাটা জখম রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানায়, পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version