parbattanews

পেকুয়ায় দুই মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় নারীদের আত্মকর্মংস্থানের লক্ষ্য বিনামূল্যে দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১০ এপ্রিল বিকাল ৩টায় সদর ইউনিয়নের মিয়াপাড়া নারী কল্যাণ সমিতির উদ্যোগে পেকুয়া মডেল জি এম সি ইনস্টিটিউশনের একটি কক্ষে বিনামূল্য দুই মাসব্যাপী নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ। পেকুয়া উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি আমাতুর রহিমের সভাপতিত্বে ও পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এম দিদারুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, জেলা জাতীয় পার্টির সহসভাপতি মোশারফ হোসেন দুলাল।

বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম মাহবুব সিদ্দিকি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পেকুয়া জি এম সি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, উপজেল জাতীয় মহিলা পার্টি’র সাধারণ সম্পাদিকা মোমেনা সোলতানা সুট্ট, চকরিয়া মহিলা পার্টি’র নেত্রী রোজিনা আক্তার প্রমুখ।

প্রশিক্ষনের উদ্বোধনী দিন পেকুয়া উপজেলার ৩৫ জন নারী এ প্রশিক্ষনে অংশগ্রহন করেছেন। উপকার ভোগী প্রশিক্ষনার্থীদের সুবিধার্থে ওই দিন ৫টি সেলাই মেশিন বিতরণ করেন চকরিয়া-পেকুয়ার সাংসদ হাজ¦ী মোহাম্মদ ইলিয়াছ ও অতিথিবৃন্দ।

Exit mobile version