parbattanews

পেকুয়ায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ আহত-৫

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :
পেকুয়ার মগনামা ইউনিয়নের নাপিতারদিয়া এলাকায় বসতভিটা সংক্রান্ত পূর্ব শক্রতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৯ টায় বসতভিটার সংক্রান্ত বিরোধের জের ধরে হেলাল উদ্দিনের পুত্র মামুন গং ও মতলবের পুত্র কাসেম গংদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দা, কিরিচ ও লোহার রড দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মতলবের পুত্র কাসেম, মোনাফ, আবদুল খালেক, আবদুল মালেক গং দা, কিরিচ, লোহার রড দিয়ে হেলাল উদ্দিনের পুত্র মামুন গং ঘরে ঢুকে হামলা করে। হামলায় খলিলুর রহমানের স্ত্রী খতিজা বেগম(৪৫), হেলাল উদ্দিনের পুত্র মামুন(২৫), মামুনের স্ত্রী রোকসানা আক্তার(২৫), দিদারুল ইসলামকে (২২) আহত হয়।

অপর পক্ষের মধ্যে আহত হয় মতলবের পুত্র কাশেম। একপক্ষের জিয়াবুল করিম জানান, হামলাকারীরা তাদের শুধু আহত করেননি। তারা বসতবাড়িতে ঢুকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। আহতদের পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জানতে মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান খোরশেদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে পরিষদে বিচারাধীন আছে এটি উভয় পক্ষ কে ডেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Exit mobile version