পেকুয়ায় দূর্ণীতি দমন বিষয়ক বিশেষ অবহিতকরণ সভা

 

পেকুয়া সংবাদদাতা :

কক্সবাজারের পেকুয়ায় দূর্ণীতি দমন বিষয়ক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। “সবাই মিলে গড়ব দেশ দূর্ণীতি মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মীর শওকত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দূর্ণীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কৃষি কর্মকর্তা কে এম নাজমুল হক, উপজেলা প্রকৌশলী খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌং, পেকুয়া স্বাস্থ্য কর্মপ্লেক্সর টি এইচ ও পূণ্য বর্ধন বড়ুয়া, উপজেলা কানুগু শোক হরণ চাকমা, জি এম সির সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান, প্রকৌশলী হারু কুমার, সাব রেজিস্ট্রার সহকারী মোজাফর আহম্মদ, অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আ ক ম সাহাব উদ্দিন ফরায়েজী, উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, মগনামার চেয়ারম্যান শহিদুল মোস্তাফা, প্রভাষক জামাল উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা দূর্ণীতি দমন কমিটির সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা: আশেক উল্লাহ, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম.আব্দুল্লাহ আনসারী। সভায় বক্তারা বলেছেন সরকারের যে দপ্তরে দূর্ণীতি চলে সেই দপ্তরের কর্মকর্তাকে কঠিনভাবে আইনের আওতায় এনে দমন করা হবে এবং সকলকে দূর্ণীতি মুক্ত সমাজ গড়ে তুলার আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন