parbattanews

পেকুয়ায় নবম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দিচ্ছে পরিবার

পেকুয়া সংবাদদাতা :

পেকুয়ায় নবম শ্রেণীর এক মেধাবী ছাত্রীকে তার পরিবার জোরপূর্বক বিয়ে দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে উপজেলার সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার মোহাম্মদ বেলাল উদ্দিনের মেয়ে ও শীলখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী আমেনা বেগম (১৪) কে ফাশিয়াখালী ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার মৃত: নুরুল ইসলামের পুত্র প্রবাসী জালাল উদ্দিনের সাথে বিয়ে দেয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে তার পরিবার।

বিয়ের সব আনুষ্ঠানিকতা সেরে বুধবার মেহেদী সন্ধ্যা এবং আগামী ৭ আগষ্ট বিয়ের দিন ঠিক করছে উভয় পক্ষের লোকজন। এদিকে ভুয়া জন্ম তারিখ দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ নেয়ার কৌশলে নেমেছে মেয়ের পরিবার।

এ ব্যাপারে শীলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খোজ নেবেন বলে জানান। এদিকে সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমেনা নামের এক মেয়ের জন্য জন্ম নিবন্ধন সনদ নেয়ার জন্য এসেছিল কিন্তু বয়স কম হওয়ার জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয়নি।

Exit mobile version