parbattanews

পেকুয়ায় নারীদের সাথে অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠান সম্পন্ন

pic pekua 22-9-2013 (2)

এ.এম.জুবাইদ, পেকুয়া(কক্সবাজার) সংবাদদাতা:
 কক্সবাজারের পেকুয়ায় নারীদের সাথে অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মহিলা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নিবার্হী কর্মকর্তা মীর শওকত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা কর্মকর্তা শওকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত। উক্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও রাজস্ব) জাফর আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইদ্রিস বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন ফারজানা লাভলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার পাল, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, উজানটিয়া ইউপির চেয়ারম্যান এ টি এম শহীদুল ইসলাম, মগনামা ইউপির চেয়ারম্যান শহীদুল মোস্তাফা চৌধুরী, পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক এনামূল হক চৌধূরী, জেলা আ’লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আজমগীর, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী উম্মে কুলছুম মিনু, পেকুয়া থানার অফিসার ইনচার্জ(তদন্ত) নিলুফা বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া কলেজের অধ্যাপক আজম খান চৌং, অধ্যাপক জামাল উদ্দিন, উপজেলা সরকারী তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি সামশুল হুদ্দা ছিদ্দিকী, মিজান, বিভিন্ন স্কুলের ছাত্রীরা, শিক্ষিকা, এনজিও, মহিলা জনপ্রতিনিধি সহ শ্রেণীর পেশার বিপুল সংখ্যাক নারী উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি জাফর আলম বলেছেন সকল প্রকার বৈষম্য ও কুসংস্কার পরিহার করে নারী সমাজকে সমান সুযোগ দেয়ার সময় এসেছে।

এ অস্থায় নিজেদের উপযুক্ততা প্রমাণে নারী সমাজকেও সজাগ থাকতে হবে এবং নারীদের কে বেশি বেশি পড়ালেখা করার সুযোগ করে দেয়ার জন্য আহবান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলম নারীদের অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে পেকুয়া জি এস সি ইনষ্টিটিউশনের হলরুমে স্কুলের প্রধান শিক্ষক এনামূল হক চৌধুরীর সভাপতিত্বে ছাত্র ছাত্রীদের নিয়ে সৃজনশীল প্রশ্নপত্র ও শিক্ষার্থীদের কাছে খোলামেলা আলোচনা সভায় অংশ নেন।  

Exit mobile version