parbattanews

পেকুয়ায় নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মেম্বার প্রার্থী

nl

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মেম্বার প্রার্থী হয়েছেন। মেম্বার প্রার্থী সেকান্দর আলীর বিরুদ্দে ৬ নং ওয়ার্ডের সাহাব উদ্দিনের মেয়ে শাহানা বেগম ককসবাজারে নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করে। সেকান্দর আলী ওই মামলার ওয়ারেন্টভূক্ত আসামি হয়েও ইউপি নির্বাচনে মোরগ মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছে। ফলে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, সেকান্দর আলী একই এলাকার চাচাত বোন শাহানাকে বিবাহের আশ্বাস দিয়ে অবৈধ মেলামেশা করলে ১ ছেলে সন্তান জন্ম লাভ করে। ওই মহিলাকে বিবাহ না করায় শেষ পর্যন্ত শাহানা বেগম বাদী হয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতে আশ্রয় গ্রহণ করে।

তাছাড়া তার অবৈধ কর্মকাণ্ডের জন্য সমাজের সর্দার ও এলাকাবাসী সেকান্দর আলীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। সে ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় সমাজে চলাফেরা করতে দেখা যায়। এ দিকে এলাকাবাসী তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

Exit mobile version