পেকুয়ায় পৃথক পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০, তিন রাউন্ড গুলিবর্ষণ

pakua pic ahata 17-01-14

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়ার তারাবনিয়া এলাকায় ও পেকুয়া ইউনিয়নে বাইম্যাখালী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে জমির বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে পৃথক পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, শুক্রবার সকাল ১১ টায় শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়ার তারাবনিয়া এলাকার মৃত মোস্তাক আহমদের পুত্র ছেয়দ হোসাইন, আমির হোসন গং এর দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি একই এলাকার আলী হোছাইনের পুত্র আবুল হাসেম, আবুল কালামের পুত্র ইমাম হোসন, আবুল হাসেমের পুত্র মোর্শেদ, মনছুর আলম গং সংঘবদ্ধ হয়ে দা, কিরিচ, বন্দুক নিয়ে জবর দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। প্রায় দুই ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষে ৭ জন আহত হয়। আহতদের পেকুয়া সরকারী হাসপাতালে ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মৃত মোস্তাক আহমদের পুত্র ছৈয়দ হোসাইন (২৫), আমির হোসন (৪০),আবদু রশিদের স্ত্রী কামরুন্নাহার (৩০),আমির হোসনের স্ত্রী আছিয়া খাতুন (৪০), চৈয়দ হোসাইনের স্ত্রী মনোয়ারা (৪০, মনোয়ারা (৪৫) ও অপর পক্ষের একজন আহত হয়েছে বলে জানা যায়।

আহতদের পক্ষের আহমদ হোসাইন জানান, প্রতিপক্ষগন সরকারী লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে আমাদের লোকজনের উপর ৩ রাউন্ড গুলি বর্ষণ করে। এ ব্যাপারে তারা প্রতিকার চেয়ে পেকুয়া থানায় মামলা করবেন বলে জানান।

অপরদিকে সকাল ৮ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় রাজা মিয়ার পুত্র গিয়াস উদ্দিন গং একই এলাকার মোহাম্মদ মানিকের ভোগদখলীয় জমি দখলে করতে গেলে উভয়পক্ষে সংঘর্ষে তিন জন আহত হয়। আহতদের পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ওই এলাকার রাজা মিয়ার পুত্র গিয়াস উদ্দিন, বাদশা গং দীর্ঘদিনের ভোগ দখলে থাকা মানিক গং জায়গা দখল করতে গেলে সংঘর্ষে মানিকের স্ত্রী খালেদা বেগম (২৫), শাহাদাতের স্ত্রী রোজিনা (৩০), পেঠানের স্ত্রী রুপিয়া (২৮) গুরুতর আহত হয়।

এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নীলু কান্তি বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সম্পর্কে পেকুয়া থানা পুলিশ অবগত আছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন