parbattanews

পেকুয়ায় প্রতারণার শিকার হয়ে বিষ পানে ব্যবসায়ীর আত্মহত্যা

কক্সবাজারের পেকুয়ায় অপমান সইতে না পেরে বিষ পানে আব্বাস উদ্দিন (২৫) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে।

সোমবার (১৮ জুলাই) বিকাল ৪ টার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের উত্তর পাশে ওয়াপদার জায়গার উপর নির্মিত দোকানে এ ঘটনা ঘটে। সে সদর ইউনিয়নের মককাটা এলাকার সেকান্দর আলীর ছেলে বলে জানা যায়।

নিহত ব্যবসায়ীর স্বজনরা জানিয়েছেন, সে দীর্ঘ দিন ধরে বাজারে ফার্নিচারের দোকান করে আসছে। তার দোকানের পাশে একই ইউনিয়নের বাইম্যাখালী এলাকার কামাল উদ্দিনের মালিকানাধীন একটি দোকান ভাড়া নেওয়ার জন্য সালামি নির্ধারিত হয় ১৫ লক্ষ টাকা। এর মধ্যে মালিক কামালকে কয়েকদিন আগে ১০ লক্ষ টাকা দেয় কোন কাগজপত্র ছাড়া। বাকি ৫ লক্ষ টাকা দোকানে ঢুকলে দিবে উভয়ে কথা হয়। ঘটনার দিন বাকি ৫ লক্ষ টাকা দিতে আসলে কামাল তাকে আগে ১০ লক্ষ টাকা নেওয়ার কথা অস্বীকার করে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার পর সে দোকানে চলে যায়। প্রতারণার শিকার হওয়ায় এবং অপমান সইতে না পেরে সে দোকানে গিয়ে সবার অগোচরে বিষ পান করে আত্মহত্যা করে। এক পর্যায়ে তাকে দোকানের কর্মচারীরা খুঁজতে থাকে পরে দোকানে পিছনে পড়া দেখে তাকে প্রথমে নুর হাসপাতালে ভর্তি করে পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ হাসপাতালে এসে লাশ ময়নাতদন্তের জন্য থানার হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ আলী লাশ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version