parbattanews

পেকুয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

 

পেকুয়া  প্রতিনিধি:

পেকুয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধি ও বাংলাদেশ’ শীষর্ক প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় র‌্যালি ও ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হল রুমে প্রধান কর্মকর্তা ডা. এএম খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।

বক্তব্য রাখেন পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেনারী সার্জন ডা. মুহাম্মদ ইলিয়াস, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আজিজ পোল্ট্রি ফার্মের মালিক আজিজুল হক, এভেক্স চকরিয়া-পেকুয়ার সভাপতি আবু ইউসুফ, মেসার্স আরফাত পোল্ট্রি ফার্মের মালিক দেলোয়ার হোছাইন, আবদুল মোনাফ, মো. জুবাইর, জিয়াউর রহমান, মো. খোরশেদ, কমর উদ্দিন প্রমুখ।

এ সময় ফিডের মালিক, খামারী ও ওষুধ কোম্পনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হতে র‌্যালি বের হয়ে প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Exit mobile version