parbattanews

পেকুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পৃথক দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

একই দিন সকাল ১০টায় উপকূলীয় কলেজ মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ফাইনাল ম্যাচে মাঠে শিলখালী ইউনিয়নের ডা. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পেকুয়া সদর ইউনিয়নের সিরাদিয়া সিরাজুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা মুখোমুখি হয়। নির্ধারিত ৪০ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচে কোন পক্ষই গোলের দেখা পায়নি। রেফারির শেষ বাঁশিতে খেলা গড়ায় ট্রাইবেকারে। এরই মধ্যে শিলখালী ডা. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ০-২ গোলে হারিয়ে সদরের সিরাজুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে।

অপর দিকে দুপুরে একই মাঠে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক) সর্বশেষ ফাইনাল খেলা। খেলায় প্রথমার্ধে শিলখালী কাচারীমোরা আছরত-নছরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সতীর্থ খেলোয়াড়রা ৩টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে বিপক্ষ দল রাজাখালী শেয়ার আলী সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা কোন গোল করার সুযোগ পায়নি।

দ্বিতীয়ার্ধের ১০মিনিটের মাথায় শিলখালী কাচারীমোরা আছরত-নছরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা আরও একটি গোল করে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শিরোপা নিশ্চিত করে নেয়। এতে শেয়ার আলী সিকদার প্রাথমিক বিদ্যালয়কে ৪গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রপি জিতে নেয় শিলখালী আছরত নছরত সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহা. জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছালামত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম শাহেদ, সাধারণ সম্পাদক আমিরুল খোরশেদ, শিলখালী ইউপি সদস্য ফরিদুল আলম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ আরও অনেকেই।

Exit mobile version