পেকুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

fec-image

কক্সবাজারের পেকুয়ার টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সাংসদ জাফর আলম এমএ প্রদত্ত ৫ ভরি স্বর্ণ সম্বলিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টইটং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম এমএ। উদ্বোধক ছিলেন টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় মাঠে মুখোমুখি হন চট্টগ্রামের বোয়ালখালী বেঙ্গুরা ফুটবল সমিতি বনাম কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ফুটবল একাদশ। নির্ধারিত ৪৪ মিনিটের খেলায় প্রথমার্ধে চট্টগ্রামের বোয়ালখালী বেঙ্গুরা ফুটবল সমিতির সতীর্থ খেলোয়াড়েরা বেশ কয়েকটি গোল করার সুযোগ থাকলেও গোল করতে ব্যর্থ হন। এদিকে প্রথমার্ধে বারবাকিয়া ওসমান একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ ২টি গোল করে এগিয়ে নিয়ে যায় তার দলকে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে উভয় খেলোয়াড়দের টান টান উত্তেজনাপূর্ণ খেলায় কোন গোলের দেখা পায়নি বোয়ালখালী বেঙ্গুরা ফুটবল সমিতি। এরই মধ্যে বোয়ালখালী বেঙ্গুরা ফুটবল সমিতিকে ২-০ গোলে হারিয়ে বারবাকিয়া ওসমান সওদার পরিচালিত ওসমান একাদশ জয়ী হয়।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয় দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাইফুল, ইরফান ও জয়নাল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্বোধন, পেকুয়া, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন