parbattanews

পেকুয়ায় বনাঞ্চলের চার অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল বনবিভাগ

IMG_20170202_121456
পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের গহীন বনের ভিতর গড়ে তোলা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বন বিভাগ।

শনিবার ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বারবাকিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পাল ও গার্ডগণ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারবাকিয়া ইউনিয়নের জারুলবুনিয়া গহীন পাহাড়ে স্থাপনা গড়ে উঠার খবর পেয়ে বন বিভাগ অভিযান পরিচালনা করে। এইসময় অবৈধভাবে গড়ে উঠা চারটি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

বারবাকিয়া টইটং বন বিভাগের বিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার পর পরই অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দিয়েছি। আমরা চেষ্টা করছি, যেন এই বনে কেউ অবৈধভাবে স্থাপনা গড়ে তুলতে না পারে।

Exit mobile version