parbattanews

পেকুয়ায় বন্য হাতির পদপিষ্টে জামাই-শ্বশুর নিহত

পেকুয়া নিহত:
কক্সবাজারের পেকুয়ায় হাতির পদপিষ্টে দলিত হয়ে জামাই ও শ্বশুর নিহত হয়েছেন। জানা যায়, ১৫ ডিসেম্বর ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ৫নং ওয়ার্ডের দূর্গম পাহাড়ি লোকালয় সাপেরগাঁড়ার আজিমার বাপেরখোলা নামক এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জারুলবনিয়া সাপেরগাঁড়া এলাকার মনিরুজ্জামানের পুত্র কৃষক ছৈয়দ আহমদ(৫৮) ও তার মেয়ের জামাতা একই গ্রামের চাঁন মিয়ার পুত্র দিনমজুর মো. আলমগীর(৩০)। স্থানীয়সূত্রে জানা যায়, জামাই শ্বশুর দুইজনই পাহাড়ী জমিতে পাকা ধান পাহাড়া দেয়ার সময় টং ঘরে তারা ঘুমিয়ে পড়েন। কোন এক সময়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে জামাই-শ্বশুর দুই জনেই নিহত হন। খবর পেয়ে নিহতের পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারগণ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে পেকুয়া থানার এস.আই নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা বাবু উত্তম কুমার পাল এবং বারবাকিয়া বনবিট অফিসার মো. তৌহিদুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে বনবিভাগের লোকজন সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Exit mobile version