parbattanews

পেকুয়ায় বন বিভাগের অভিযানে চোরাই গর্জন গাছ জব্দ

কক্সবাজারের পেকুয়ায় পৃথক অভিযানে চালিয়ে ১০টি চোরাই গর্জন গাছ জব্দ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিনের নেতৃত্বে একদল বনরক্ষী উপজেলার টৈটং ইউনিয়নের পুরাদিয়া ও বুধবার রাত ৩টার দিকে একই ইউনিয়নের ছনখোলার জুম এলাকা থেকে এসব গর্জন গাছ জব্দ করেন।

বনবিভাগ সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে পাচারকালে টৈটং ইউনিয়নের পুরাদিয়া থেকে ৮টি ও একই ইউনিয়নের ছনখোলার জুম থেকে ২টি গর্জন গাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা। সংরক্ষিত বনভূমি থেকে চুরি করে এসব গাছ কেটে পাচারের চেষ্টা চালানো হচ্ছিলো।

টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, গাছগুলো জব্দ করে বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, বনের গাছ চোর চক্র ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

Exit mobile version