parbattanews

পেকুয়ায় বন বিভাগের অভিযানে শাল ও গর্জন গাছ জব্দ

কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগ অভিযানে ২৪টি শাল ও ১টি গর্জন গাছসহ ২টি ট্রলি গাড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের টইটং-বাঁশখালী সীমান্ত ব্রিজ এলাকায় থেকে গাছগুলো জব্দ করা হয়।

জানা গেছে, টইটংয়ে বটতলি জুমপাড়া থেকে একটি গাছ চোর সিন্ডিকেট গাছগুলো ২টি নসিমন (ট্রলি) গাড়ি করে রাজাখালী আরবশাহ বাজারে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টইটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিনের নেতৃত্বে বনবিভাগের কর্মচারীরা ও পেকুয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ২টি ট্রলিগাড়ি ভর্তি গাছগুলো জব্দ করে।

এ বিষয়ে টইটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে ২৪টি শাল, ১টি গর্জন গাছসহ ২টি ট্রলি জব্দ করি। তবে অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version