parbattanews

পেকুয়ায় বাল্য বিবাহের দায়ে বর ও কনের মাকে ১ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় বাল্যবিবাহের দায়ে ভ্রাম্যমান আদালতে বর ও কনের মাকে ১ মাসের কারাদন্ড দিয়েছে পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর শওকত হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা যায়, গত ২৯ জুন বর পক্ষ ও কনে পক্ষের লোকজন নিবন্ধন সনদের জন্য টইটং ইউনিয়ন পরিষদে গেলে টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন তাদেরকে পরিষদে আটক করে সদর ইউপির চেয়ারম্যান বরাবরে সোপর্দ করে। পরে পেকুয়া সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ পেকুয়া থানায় পাঠিয়ে দেন।

পেকুয়া থানার এ,এস,আই হাফেজ খান তাদেরকে পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে উপজেলা ম্যাজিষ্ট্রেট মীর শওকত হোসেন বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৫(১) ধারা মোতাবেক পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র (বর) শহিদুল ইসলাম (১৪) ও একই ইউনিয়নের সাবেকগুলদি এলাকার মোহাম্মদ হোছাইনের স্ত্রী ও মেয়ের মা মুর্শেদা বেগমকে ১ মাসের পৃথক বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ওই দিনই তাদের কে জেল হাজতে প্রেরন করা হয়।

Exit mobile version