পেকুয়ায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। সোমবার সকাল সাড়ে ৭ টায় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল সহ অঙ্গসংগঠনের কিছু সংখ্যাক নেতাকর্মী জড়ো হয়ে পেকুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেয়।

এদিকে হরতালের মধ্যেও উপজেলার প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে টমটম, সিএনজিসহ নানা ধরণের যানবাহন স্বভাবিকভাবে চলাচল করছে। তবে অন্যান্য দিনের চেয়ে হরতালের দিন যানবাহনের সংখ্যা ছিল কম। বিভিন্ন সরকারী বেসরকারী অফিস আদালত বীমা প্রতিষ্ঠান সহ ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিনের ন্যায় খোলা ছিল। ব্যাংকে লেনদেন হয়েছে স্বাভাবিকভাবে এতে কোন ধরণের সমস্যা সৃষ্টি হয়নি। হরতালের ডাক দেওয়া হলেও রাস্তায় কোন ধরণের পিকেটিং এবং গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেনি। রাস্তায় কোন ধরণের পিকেটার চোখে দেখা যায়নি।

বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল পেকুয়ায় কোন ধরণের প্রভাব পড়েনি। তারপরও নাকশতা ঠেকাতে পেকুয়া থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এদিকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিবের নেতৃত্বে একটি পুলিশ টিম বিভিন্ন পয়েন্টে টহল দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

অপর দিকে বিএনপির হরতাল প্রতিহত করতে বাজারের পশ্চিম পাশ্বে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করে।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাবেশস্থলে প্রশাসনের ১৪৪ ধারা জারির প্রতিবাদে এবং বিএনপির সিনিয়র নেতাদের মুক্তির দাবীতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন