পেকুয়ায় বিদেশি সিগারেটসহ দুই পাচারকারী আটক

fec-image

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ১৬শ প্যাকেট নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুই পাচারকারীকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর ) রাত সাড়ে ৮টার দিকে টইটং ইউনিয়নের টইটং -বাঁশখালী সীমান্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মৃত বাদশাহ মিয়ার ছেলে শাহদাত হোসেন প্রকাশ মানিক (২৯) ও বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মো. ইউসুফের ছেলে মো. শাকিল (২০)।

এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

জানা যায়, পেকুয়া থানা পুলিশ টইটং ইউনিয়নে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার টইটং ইউনিয়নের টইটং -বাঁশখালী সীমান্ত ব্রিজ সংলগ্ন এলাকায় আবিদের কার ওয়াশ সেন্টারের সামনে সন্দেহভাজন একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করেন তারা। এসময় অভিযানিক দল অটোরিকশাতে থাকা নিষিদ্ধ ১৬শ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করতে সক্ষম হন। পরে পাচারকাজে ব্যবহৃত নম্বর বিহীন সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার আটকের সত্যতা জানিয়ে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপরাধ, আটক, পেকুয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন