parbattanews

পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তিন বসতঘর পুড়ে ছাই

ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তিনটি বসতঘর এবং ঘরের মূল্যবান জিনিসপত্রসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আমিনুল হক, মাহাবুল আলম ও মো. ইলিয়াছ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

মাহাবুল আলম বলেন, ঘরের চালের উপর বৈদ্যুতিক তারের সংঘর্ষে আগুন লেগে যায় বাড়িতে। মুহূর্তে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিস না পৌঁছালে আরও বেশ কয়েকটি বসতঘর পুড়ে যেত।

এ বিষয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আনুমানিক ৫/১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে এবং প্রায় ত্রিশ লক্ষ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।

Exit mobile version