parbattanews

পেকুয়ায় বয়স্ক ভাতা উপকারভোগীদের কাছ থেকে গ্রাম পুলিশের উৎকোচ আদায়ের অভিযোগ

পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় বয়স্ক ভাতা উপকারভোগীদের কাছ থেকে দফাদারের উৎকোচ আদায়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বয়স্ক ভাতা উপকারভোগী সাংবাদিকদের জানিয়েছেন, চলতি বছর সরকারী বয়স্ক ভাতা বরাদ্দের আওতায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় কয়েক শতাধিক উপকারভোগী নির্বাচিত হন। সম্প্রতি তালিকাভুক্ত এসব উপকারভোগীরা তাদের নামীয় বই সংগ্রহে গেলে ওই পরিষদের গ্রাম পুলিশ মো. ছৈয়দ দফাদার উপকারভোগীদের কাছ থেকে জনপ্রতি ৩শত টাকা থেকে ৪শত টাকা হারে উৎকোচ আদায় করেন।

এবিষয়ে অভিযুক্ত ছৈয়দ দফাদারের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদকের সাথে দেখা করবেন বলে জানিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

এ ব্যাপারে বারবাকিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ এ এইচ এম বদিউল আলমের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনিও কয়েকজনের মুখে এ ধরনের অভিযোগের গুঞ্জন জানলেও কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় যথাযথ ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানান।

Exit mobile version