parbattanews

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালত ফোজদারী অপরাধের দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে। ২ জুন বৃহস্পতিবার ধৃতদের এ দন্ড দেয় মোবাইল কোর্ট।

থানা সূত্র জানায়, গত ১ জুন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এস.আই শাহেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশের টহলাভিযানকালে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকার মৃত আহমদ মিয়ার পুত্র মো. আব্বাস উদ্দিন প্রকাশ গাঁজা আব্বাস(৪০) ও একই ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার ছৈয়দুল আলমের পুত্র জাহেদুল আলম(২২) নামের দু’ব্যক্তিকে গাঁজার পুড়িয়া সহ গ্রেপ্তার করেন। পরে, ধৃতদের দেহে তল্লাশী চালিয়ে ১০/১৫টি গাঁজার পুড়িয়া উদ্ধার করেন।

অপরদিকে, পিতার অভিযোগের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় পুলিশ উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী মাতবরপাড়া এলাকার যুবলীগ নেতা মো. ফরহাদুজ্জামান চৌধুরীর বখাটে পুত্র মিকাতকে পুলিশ আটক করে। বৃহস্পতিবার ধৃতদের স্থানীয় ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ইউএনও মো. মারুফুর রশিদ খানের কোর্টে সৌপর্দ্দ করে পুলিশ।

এ সময় আদালত বখাটে পুত্রকে ২ মাস, গাঁজা ব্যবসায়ী আব্বাসকে ১ মাস ও অপর গাঁজাসেবী জাহেদুল আলমকে ১ সপ্তাহের কারাদন্ড দিয়ে জেলহাযতে প্রেরণ করে। পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version