parbattanews

পেকুয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

কক্সবাজরের পেকুয়ায় অনুষ্ঠিত হল মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা।

মঙ্গলবার (৯ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবিতা চাকমার সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ কর্মশালা। এতে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা আবদুল কাইয়ুম এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

কর্মশালায় পবিত্র গীতা পাঠ করেন, বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার নাথ,পবিত্র ত্রিপিটক পাঠ করেন, ক্ষুদ্র-নৃগোষ্টির প্রতিনিধি আলহারি রাখাইন। মূল প্রবন্ধ নিয়ে আলোচনা করেন কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রূহুল আমিন।

এ সময় প্রধান অতিথি ছিলেন, পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্রাচার্য। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজিজুল হক, উম্মে কুলসুম মিনু, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ছাবের আহমদ, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌং, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌং, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার হানিফ চৌং, সাংবাদিক জালাল উদ্দিন, শহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আছিয়া বেগম, ছেনুয়ারা বেগম ও মৌলভী মাহফুজুর রহমান।

কর্মশালার অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, এখন থেকে মাদকের বিরুদ্ধে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যত প্রজন্মকে বাঁচানো যাবে না। সমাজের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যাবে। মাদকসেবী ও মাদক বিক্রেতাকে সামাজিক ভাবে বয়কট করুন। তাই আসুন সকলেই হাতে হাত মিলিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পি আই ও) আবু তাহের, শাহাব উদ্দিন, উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার এর প্রতিনিধি তছলিমা আকতার, জেলা জাতীয় পার্টির নেতা এস এম মাহবুব ছিদ্দিক, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আবু বক্কর রফিক, উপজেলা ফায়ার-সার্ভিস এর ইনসপেক্টর মো. সোয়াইব, মৌলভী জামাল হোসেন, পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ নেওয়াজ, আবদু ছমদ, ওসমান গণি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি জাকের হোসেন, হোসাইন শহিদ সাইফুল্লাহ, বারবাকিয়া বৌদ্ধ-বিহার এর সাধারণ সম্পাদক মংলা রাখাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক/শিক্ষিকা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দরা।

Exit mobile version