পেকুয়ায় রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় পুকুর দখলের অভিযোগ

fec-image

কক্সবাজারের পেকুয়ায় রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় পুকুরে বেডা দিয়ে দীর্ঘদিনের ভোগদখলীয় পুকুর জবরদখল করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বাজারপাড়া এলাকার মৃত কবির আহমদেহ দীর্ঘদিনের ভোগদখলীয় পুকুর রাতের আঁধারে একই এলাকার মৃত ফজল আহমেদের ছেলে আব্দুল গফুর, তার ছেলে আব্দুল খালেক, মৃত ফজল আহমেদের ছেলে জাফর আহমদ, ছাবের আহমদ, জাফর আহমেদের ছেলে আব্দুস সালাম, ছাবের আহমদের ছেলে আমজাত, সাজ্জাদ, শাহজাহান, আবদুল খালেক আনিস, জাফর আহমেদের স্ত্রী জলিয়া বেগমসহ আরো ১০-১২ জন সন্ত্রাসী অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিনের দখলীয় পুকুরের মাঝখানে বেডা দিয়ে ঘিরে জবরদখল করে। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।

মৃত কবির আহমদের ছেলে বেলাল উদ্দিন, মোস্তাক আহম্মদ, মোহাম্মদ ইসহাকের ছেলে তৌহিদ জানান, মেহেরনামা মৌজার শহিদুল ইসলাম চৌধুরী, দিদারুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন বি এস ৫৫৬ খতিয়ানের ৫২১৯, ৫২২০ বিএস দাগ আমার পিতার অনুকূলে অনুমতিদখল ছিল দীর্ঘ দিন। আমরা ২০২২ সালে শহিদুল ইসলাম চৌধুরী হতে তিন কবলা দলিল মূলে উক্ত দাগের আনন্দ ৪০ শতক জমি কিনে নামজারি জমাভাগ সৃজন করে ভোগদখলে আছি। কিন্তু প্রতিপক্ষরা এতে ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে সন্ত্রাসীবাহিনী দিয়ে আমাদের দখলীয় পুকুরে বেডা দিয়ে ঘিরে জবরদখল করে এবং পুকুরের বহু টাকার মাছ লুট করে। আমরা প্রশাসনের হস্তে ক্ষেপ কামনা করছি। সে আরো বলেন আমরা তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিচ্ছি।

অভিযোগ সম্পর্কে জানতে আব্দুল গফুরের সাথে যোগাযোগ করা হলে তিনি ওই পুকুর কিনে দখল করছে বলে আর কোন কথা বলতে রাজি হননি।

এদিকে ওই এলাকার সাবেক এমইউপি আবুতালেব জানান, ওই পুকুর দীর্ঘ দিন ধরে কবির আহমদের দখলে ছিল। কিন্তু যারা দখল করছে তারা সন্ত্রাসী কায়দায় করছে।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি তদন্ত তাজউদ্দীন আহমদ বলেন, এ ধরনের কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন