parbattanews

পেকুয়ায় ‘রোয়ানু’ ক্ষতিগ্রস্থদের মাঝে পিইএএলর টিন বিতরণ

Pekua Pic 15-06-16
নিজস্ব প্রতিনিধি :  .
পেকুয়ায় ঘূর্ণিঝড়‘রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্থ ১শ পরিবারকে ১০০ বান টিন প্রদান করেছে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের ঠিকাদারি প্রতিষ্টান দি পাইপলাইন ইঞ্জিনিয়ার্স এন্ড এসোসিয়েটস লিমিটেড(পিইএএল)। বুধবার(১৫জুন) দুপুর ১২টায় পেকুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব টিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন পিইএএল এর ইন্ডাষ্ট্রিয়াল রিলেশনশীপ অফিসার মাহমুদুল হাসান। প্রধান অতিথি ছিলেন ইউএনও মো.মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কাসেম ও সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার আজমগীর।

গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে জিটিসিএল এর ঠিকাদারি প্রতিষ্টান পিইএএল বিগত ছয় মাস ধরে কাজ পেকুয়ায় করছে। গেল ঘুর্নিঝড় রোয়ানু’র আঘাতে পেকুয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষের গৃহ নির্মান সহায়তার জন্য তারা দুর্গত মানুষদেরকে ঢেউটিন বিতরন করে।

পিইএএল এর ইন্ডাষ্ট্রিয়াল রিলেশনশীপ অফিসার মাহমুদুল হাসান বলেন, সমাজ উন্নয়ন মূলক কাজের অংশ হিসেবে তাদের এই উদ্যোগ। দূর্গত মানুষের দূর্ভোগ লাঘবে অন্তত কিছু করতে পেরে আমরা অনেক আনন্দিত।

Exit mobile version