parbattanews

পেকুয়ায় লাকড়ি আনতে গিয়ে হাতির আক্রমনে কাঠুরিয়ার মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমনে শামশুল আলম(৬৭) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। ২৬ নভেম্বর বেলা ১১ টায় উপজেলার টইটং তারাবনিয়ার দুর্গম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। শামশুল আলম টইটং ইউনিয়নের বটতলী মাদ্রাসাপাড়ার মোজাহের আহমদের পুত্র।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টায় শামশুল আলম লাকড়ি কাটতে বাড়ি থেকে বের হয়। ওই দিন সে বাড়িতে লাকড়ি নিয়ে বাড়িতে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ হয়। রাতে ২শতাধিক এলাকাবাসী নিয়ে ইউপি সদস্য আবুল কাসেম তাকে পাহাড়ের বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। তবে রাতে তার সন্ধ্যান মেলেনি। মঙ্গলবার সকাল ১১টায় হাতির ডেরা নামক স্থানে তার লাশ দেখতে পায় পথচারীরা।

এদিকে ইউপি সদস্য আবুল কাসেম বলেন, শামশুল আলম সকালে লাকড়ি আনতে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় ফিরে না আসায় আমরা ২ শতাধিক লোকজন পাহাড়ে গিয়ে তাকে খোঁজাখুঁজি করি। পরদিন ১১টায় গহীন পাহাড়ে তার লাশ পাওয়া যায়। লোকটি অত্যন্ত অসহায়। দরিদ্র লোক বলে সে পাহাড়ে গিয়ে লাকড়ি কেটে সংসার চালায়।

Exit mobile version