parbattanews

পেকুয়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া চাইল্ড কেয়ার স্কুল নামের একটি কিন্ডারগার্টেনের এক শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে অপর এক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষিকা।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় স্কুলে আসার পথে স্কুল নিকটবর্তী স্থানে তার পথরোধ করেন পার্শ্ববর্তী একটি স্কুলের শিক্ষক ইউসুফ। এতে প্রতিবাদ জানালে স্কুলের শিক্ষার্থীদের সামনে ওই শিক্ষিকার স্পর্শকাতর স্থানে এবং শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন অভিযুক্ত শিক্ষক।

এব্যাপার পেকুয়া চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক ইউনুস আলম বলেন, দীর্ঘদিন ধরে স্কুলে আসাযাওয়ার পথে শিক্ষিকাকে উত্যক্ত করছিল ইউসুফ নামের ওই যুবক। অভিযোগ দায়েরের পর পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে অভিযুক্ত শিক্ষক ইউসুফ বলেন, আমাদের স্কুলের এসেম্বলি ক্লাসের মাঝখানে যেতে নিষেধ করায় তিনি এ মিথ্যা অভিযোগ তুলেছেন। তার সাথে আমার কথা কাটাকাটি পর্যন্তও হয়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version