parbattanews

পেকুয়ায় শিক্ষকের বিরুদ্ধে সংরক্ষিত বনের গাছ পাচারের অভিযোগ

কক্সবাজারের পেকুয়ায় রুহুল কাদের নামের এক মাদরাসা শিক্ষক সংরক্ষিত বনবিভাগের গাছ কেটে পাচারের সময় গাছসহ ট্রলিগাড়ি জব্দ করেছে বনবিভাগ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে উপজেলার ছড়াপাড়া এলাকায় গাছসহ একটি ট্রলিগাড়ি জব্দ করেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক।

রুহুল কাদের পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও শিলখালীর পেঠান মাতবর পাড়া নুরুল কবিরের ছেলে।

স্থানীয়রা জানান, শিলখালীর পাহাড়ি এলাকা তারাবুনিয়া পাড়ার বনবিভাগের কিছু গাছ মাদরাসা শিক্ষক রুহুল কাদের ৮৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। গাছগুলো ক্রয় করেছেন ছড়াপাড়া এলাকার পুতু সওদাগর। পাহাড় থেকে গাছগুলো কেটে ট্রলিযোগে পুতু সওদাগর ছড়াপাড়া স্টেশন সংলগ্ন তাঁর করাতকলে আনার সময় রেঞ্জ কর্মকর্তা খবর পেয়ে গাছগুলো জব্দ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক রুহুল কাদের বলেন, পাহাড়ি অঞ্চলের গাছগুলো দীর্ঘদিন আমার দখলে ছিলো। সেই সূত্রে গাছগুলো আমার। আমার গাছ আমি বিক্রি করেছি।

এ ব্যাপারে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, বনবিভাগের সংরক্ষিত অঞ্চলের সকল গাছের মালিক বনবিভাগ। এক্ষেত্রে কেউ যদি দাবি করে কোন গাছ বা জায়গার মালিক সে তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত গাছ পাচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Exit mobile version