parbattanews

পেকুয়ায় সংঘাত ছাড়াই হরতাল কর্মসূচীর ৩য় দিন পালিত

 এ.এম.জুবাইদ,পেকুয়া:
পেকুয়ায় সংঘাত ছাড়াই ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতাল কর্মসূচীর ৩য় দিনও পালিত হয়েছে। জানা যায় নিদলীয় নিরপক্ষ তত্বাবধায়ক সরকার পূর্ণ বহালের দাবী ৬০ ঘন্টা হরতালের ডাক দেয় বি এন পি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে পেকুয়ায় ও হরতালের ৩য় দিন কোন ধরণের সংঘাত ছাড়া পালিত হয়। হরতালের ৩য় দিনে পেকুয়ার প্রধান সড়ক থেকে শুরু করে উপসড়কগুলো ছিল যানবাহন শূন্য। সকাল থেকে সড়কগুলো ছিল রিক্সার দখলে। ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। পেকুয়া থেকে দূরপাল্লার কোন যানবাহন ষ্টশন ছেড়ে যায়নি। এছাড়াও মগনামা লঞ্চঘাটে গিয়ে দেখা যায় ঘাট থেকে কোন লঞ্চ বা ডেনিস ছেড়ে যায়নি। তাদের দাবী যানবাহন চলাচল না করলে তাদের পারাপারের যাত্রী হয় না।

এ হরতাল সর্বক্ষেত্রে প্রভাব পড়ছে। এদিকে বাজারের পূর্ব পাশ্বে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে একদল ছাত্রদল কর্মীরা পিকেটিং করতে দেখা গেছে। সাকুর পাড় ষ্টশনে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাছ্না উল্লাহর নেতৃত্বে একদল ছাত্রদলকর্মীরা পিকেটিং করছে। এছাড়াও বিভিন্ন স্থানে পিকেটিং করছে বি এন পি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ব্যাংক, বীমা অফিস, সরকারী আধাসরকারী বেসরকারী প্রতিষ্টান প্রায় বন্ধ ছিল। সরকারী অফিস ও ব্যাংকে চোখে পড়ার মত লেনদেন হয়নি। উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়েছে। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মাঈন উদ্দিন আহম্মদ এ প্রতিবেদক কে জানান নৈরাজ্য ও নাশকতা ঠিকাতে পুলিশ সবসময় প্রস্তুত আছে। 

Exit mobile version